f(clean);
-
-
http://trivuz.com/bangla
-
http://trivuz.com/bangla/?p=11
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
-
বাংলা লিখতে গিয়ে আমাদের করা খুব সাধারণ ভুলগুলো সংশোধন করে দিতে চালু হলো ‘ত্রিভুজ যাচক‘। এটি একটি স্বয়ংক্রিয় বাংলা বানান যাচাই সার্ভিস। বাংলা ভাষায় আপনার লেখা যেকোন কিছুর সাধারণ বাংলা বানানগুলো ঠিক করে নিতে সাহায্য করবে ‘ত্রিভুজ যাচক’। আপনার লেখাটুকু কপি-পেস্ট বা কম্পোজ করার পর ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করলেই লেখার ভেতরের থাকা সাধারণ ভুলগুলো সব শুদ্ধ হয়ে যাবে। যেসকল ভুল শুদ্ধ হবে সেগুলোকে বোল্ড করে দেখিয়ে দিবে ত্রিভুজ যাচক। এতে বিল্টইন বাংলা লেখার ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত এটি চার শতাধিক বানান সংক্রান্ত ও সাধারণ কিছু ব্যাকরণগত ভুল সংশোধনে সক্ষম। প্রতিদিনই এর নতুন নতুন ভুল সংশোধনের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ব্যাকরণগত ভুল সংশোধণ করার বিষয়টিকে আরো কার্যকরী করার উদ্দেশ্যে কাজ চলছে। টুলটি এখন পর্যন্ত বেটা পিরিয়ডে রয়েছে তাই আপনার দেখা যেকোন সমস্যা, পরামর্থ ও মতামত জানাতে মেইল করুন, trivuz@জিমেইল ডট কম। অথবা ত্রিভুজ নেটওয়ার্কের বাংলা ভাষা ফোরামে যুক্ত হয়ে ‘মতামত ও পরামর্শ‘ বিভাগে পোস্ট করে দিন।
লিংকঃ http://trivuz.com/bangla/language/jachok.php
অনলাইনে বাংলা ভাষা বিস্তারে কাজ করে যাচ্ছে ত্রিভুজ নেটওয়ার্ক।
]]>
f(clean);
-
http://trivuz.com/bangla/?p=10
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
- লিংক http://punbb.informer.com/wiki/punbb13/language_packs
ধন্যবাদ।
]]>
f(clean);
-
- ওপেন সোর্স ফোরাম ইঞ্জিন পানবিবির জন্য ত্রিভুজ নেটওয়ার্কের পক্ষ থেকে একটি বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক তৈরি করা হয়েছে। হালকা ও জনপ্রিয় এই ফোরাম ইঞ্জিন নিয়ে যারা কাজ করতে চান তারা সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা পানিবিবির অফিসিয়াল সাইটে দেখুন।
লিংক http://punbb.informer.com/wiki/punbb13/language_packs
ধন্যবাদ।
]]>
f(clean);
-
http://trivuz.com/bangla/?p=8
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
- আমাদের লক্ষ্যঃ
মূলত ওয়েবে বাংলা ভাষার চর্চা বাড়ানো এবং বাংলা ভাষায় ওয়েব [...] ]]>
f(clean);
-
-
ইতিপূর্বে ঘোষিত ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ সম্পর্কে যারা জানেন তাদের নতুন করে কিছু বলার নেই। আজ মহান বিজয় দিবসের প্রথম ঘন্টায় ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ ‘ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরাম ও আভাটীম’ এর শুভ উদ্বোধন ঘোষনা করছি।
আমাদের লক্ষ্যঃ
মূলত ওয়েবে বাংলা ভাষার চর্চা বাড়ানো এবং বাংলা ভাষায় ওয়েব সাইট তৈরিতে সহায়তা প্রদান।
প্রাথমিক ভাবে যা যা থাকছেঃ
১) সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েবে বাংলা সম্পর্কিত যেকোন সমস্যা সম্পর্কিত প্রশ্ন ও উত্তরের ব্যবস্থা।
২) বাংলা ব্যক্তিগত ব্লগ, সাইট ও ফোরাম তৈরি বিষয়ক বিশেষ সহায়তা
৩) বাংলায় ওয়েব সাইট তৈরিতে স্বেচ্ছা সেবা দেয়ার লক্ষ্যে বিশেষ স্বেচ্ছাসেবা দল আভাটীম
প্রাথমিক ভাবে বাংলা ভাষায় ব্যক্তিগত ব্লগ ও ফোরাম তৈরিতে সহায়তা করা হবে। এই লক্ষে ইতিমধ্যে ত্রিভুজ নেটওয়ার্কের পক্ষ থেকে জনপ্রিয় কিছু ফোরাম সফটওয়্যারের বাংলা প্যাক বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ত্রিভুজ নেটওয়ার্কের উদ্যোগে পানবিবি’র একটি বাংলা সংস্করণ প্রকাশ করা হয়েছে। পরিক্ষামূলক ভাবে তা ত্রিভুজ নেটওয়ার্কে স্থাপনের পাশাপাশি একটি সহায়তা হিসেবে আইডি ফোরাম নামের একটি ওয়েব ফোরামে স্থাপণ করা হয়েছে। ত্রিভুজ নেটওয়ার্ক কতৃক প্রকাশিত পানবিবি’র বাংলা প্যাকটা পেতে পানবিবির অফিসিয়াল ওয়েবে ভ্রমন করুন।
আরো আনন্দের সাথে জানাচ্ছি যে মহান বিজয় দিবসে আরেকটি জনপ্রিয় ফোরাম ইঞ্জিন মাইবিবি’র বাংলা তৈরির কাজও প্রায় শেষ। পরিক্ষামূলক ভাবে এটা ত্রিভুজ নেটওয়ার্কে স্থাপণ করা হয়েছে। আগামীকাল মহান বিজয় দিবসের মধ্যভাগে সকলের ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে।
বাংলা কম্পিউটিং ও ওয়েব সম্পর্কিত আপনার যেকোন সমস্যা নিয়ে চলে আসতে পারেন ত্রিভুজ নেটওয়ার্কের বাংলা বিষয়ক বিশেষ সহায়তা ফোরামে। আপনাকে সাহায্য করার সর্বোচ্চ প্রচেষ্টার অঙ্গীকার রইলো।
ওয়েব লিংক: http://trivuz.com/bangla/forums
]]>
f(clean);
-
http://trivuz.com/bangla/?p=7
-
f(clean);
-
- প্রচন্ড ব্যস্ততার ভেতরে দিন কাটছে। আর প্রচন্ড ব্যস্ত যখন থাকি তখন আমার অলস ব্রেইন শুধু ফাঁকি দিতে চায়। স্কুল থাকতে পরীক্ষার আগের রাতে গেমস খেলা বা বইয়ের ভেতরে লুকিয়ে তিনগোয়েন্দা/মাসুদ রানা, ওয়েস্টার্ন বই পড়ার বহু ইতিহাস সৃষ্টি করে এসেছি। সেই ঐতিহ্য ধরে রাখতেই সম্ভবত অফিসের চরম ব্যস্ততা বা প্রজেক্টের ডেডলাইনের চাপের ভেতরে ফাঁকি [...] ]]>
f(clean);
-
-
প্রচন্ড ব্যস্ততার ভেতরে দিন কাটছে। আর প্রচন্ড ব্যস্ত যখন থাকি তখন আমার অলস ব্রেইন শুধু ফাঁকি দিতে চায়। স্কুল থাকতে পরীক্ষার আগের রাতে গেমস খেলা বা বইয়ের ভেতরে লুকিয়ে তিনগোয়েন্দা/মাসুদ রানা, ওয়েস্টার্ন বই পড়ার বহু ইতিহাস সৃষ্টি করে এসেছি। সেই ঐতিহ্য ধরে রাখতেই সম্ভবত অফিসের চরম ব্যস্ততা বা প্রজেক্টের ডেডলাইনের চাপের ভেতরে ফাঁকি দেই। তবে ছোটবেলার ফাঁকিবাজিগুলো নিরেট ফাঁকিবাজি হলেও এখনকার ফাঁকিবাজিগুলো কিছুটা হলেও গঠনমূলক। এরকম খুব কাজের চাপে মূল কাজ ফেলে ফাঁকি দিতে গিয়ে অনেক কিছুই করা হয়েছে। এদের ভেতরে ত্রিভুজ প্যাড -ই সম্ভবত বেশী সমাদৃত হয়েছিলো। এবার ফাঁকি দিতে গিয়ে তৈরি হলো বাংলা ফোরাম। পানবিবি’র এই ফোরামটির আগের ইঞ্জিনটি বাংলা করেছিলেন প্রজন্মের হাঙ্গরি কোডার। নতুন সংস্করণে অনেক কিছু বদলে গিয়ে এটি এখন আরো স্মার্ট! মূলত অনলাইনে বিনামূল্যে বাংলা সাপোর্ট দিতে একটি বাংলা ফোরামের প্রয়োজন পড়েছিলো। হাঙ্গরিকোডার(রাজু)-এর প্রজন্ম ফোরামে ব্যবহৃত পানবিবি ১.২ ব্যবহার করা যেতো। পানবিবি ১.২ এর সীমাবদ্ধতার কথা চিন্তা করে ওটা বাদ দিলাম। মানচু’র আমাদের প্রযুক্তির জন্য করা পিএইচপিবিবির কাজটা দারুণ হয়েছে। কিন্তু পিএইচপিবিবি ব্যবহার করতে চাচ্ছিলাম না। কয়েক বছর আগে প্রজেক্ট ৭১ এর জন্য করা এক্সএমবি বাংলা-টা ব্যবহার করবো কিনা ভাবছিলাম। ঠিক এর ভেতরেই পানবিবির ১.৩ ফাইনাল রিলিজ হলো। ১.২ সংস্করণের অনেক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা এই ইঞ্জিনটি পছন্দ হলো। মূল কাজে ফাঁকি দিয়ে দিয়ে নিজের পছন্দমত লেআউট এবং ল্যাঙ্গুয়েজ প্যাক তৈরির কাজ করতে থাকলাম। ফাঁকিবাজির ফলাফল হিসেবে একটা বাংলা ফোরাম দাঁড়িয়ে গেল। যারা বেশী ঝামেলায় না গিয়ে বাংলা ফোরামের মালিক হতে চান তাদের জন্য এটা আদর্শ হবে আশা করি…
লিংক:
- http://trivuz.com/bangla/forums/index.php (ত্রিভুজ নেটওয়ার্ক)
- http://www.idforumbd.co.cc (আইডি ফোরাম)
মূল ইঞ্জিনের প্রচুর কোড পরিবর্তন করেছি। পুরোটাই একটা প্যাকেজ হিসেবে ছাড়বো কিনা ভাবছি। আপাতত বাংলা ল্যাংগুয়েজ প্যাক এবং টেমপ্লেটগুলো বিনামূল্যে ডাউনলোডের জন্য ওয়েবে ছাড়া হবে। তবে কেউ যদি এখুনি বাংলা ফোরামের কথা ভেবে থাকেন তাহলে টেস্টিং এর জন্য তার সাইটে সেটাপ করে দেখতে পারি। যেমন ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা ফোরামের পাশাপাশি আইডি ফোরামেও পরীক্ষামূলক ভাবে সেটাপ করা হয়েছে।
বাংলা ফোরামের জন্য অপেক্ষায় থাকতে হলেও ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরাম ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। যারা বাংলায় ব্যাক্তিগত ব্লগ বা ফোরাম সাইট করতে আগ্রহী তাদের সাহায্যের জন্যই মূলত এই প্রয়াস। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে কিছুদিনের ভেতরেই (ব্যস্ততা একটু কমলে)। যারা অন্যকে সাহায্য করতে আগ্রহী ও যারা সাহায্য পেতে আগ্রহী উভয়েই রেজিস্ট্রেশন করে রাখতে পারেন।
লিংক: http://trivuz.com/bangla/forums/index.php
আরেকটি বিষয়, অতিরিক্ত ব্যস্ততার দরুন ইতিপূর্বে ঘোষিত বাংলা টাইপ প্রশিক্ষণের পেজটির কাজ বন্ধ হয়ে গিয়েছিলো। বাংলা ফোরাম ও ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরামটির কাজ শেষ হলেই ওটা ধরা হবে। ইন্টারনেটে বাংলা ভাষা চর্চা আরো বৃদ্ধির লক্ষ্যে ইউনিকোডে বাংলা লেখা শেখানো ও বাংলা সাইটের পরিমান বৃদ্ধির কোন বিকল্প নেই। একই সাথে প্রজন্ম ফোরাম , আমাদের প্রযুক্তি , সামহোয়্যারইনব্লগ ও প্রথম আলো ব্লগ সহ বাংলা চর্চার জনপ্রিয় সবগুলো মাধ্যমের সাথে সবাইকে পরিচিত করিয়ে দিতে হবে। ইন্টারনেটে বাংলা ভাষা ছড়িয়ে দিতে সবারই কিছুনা কিছু ভূমিকা রাখা উচিত বলে মনে করি। সেইদিন দূরে নয় যেদিন শতভাগ বাঙালীই ইন্টারনেটে বাংলার ব্যবহার করতে শুরু করবে।
]]>
f(clean);
-
http://trivuz.com/bangla/?p=6
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
-
একের পর এক বাংলা ইউনিকোড ভিত্তিক সাইট হচ্ছে। হাজার হাজার মানুষ এই সুবিধার সাথে এখন পরিচিত। প্রতিদিন আরো হাজার হাজার মানুষ এই সুবিধা নিতে এসে যেসকল সমস্যায় পড়েন তার ভেতরে অন্যতম হলো পিসিতে ইউনিকোড এনাবল না থাকা ও বাংলা টাইপ করতে না পারা। ব্যাক্তিগত ভাবে যাদের সাথে যোগাযোগ রয়েছে তাদেরকে এই বিষয়টি ভাল ভাবে বুঝানোর জন্য ওয়েবে একটি পেজ তৈরি করেছিলাম। ভাবলাম আরো বাড়তি কিছু সুবিধা যুক্ত করে সেই পেজটিকেই সবার জন্য উন্মুক্ত করে দেই… লক্ষ্য বাংলা ইউনিকোডে ওয়েব পাঠক ও লেখক বৃদ্ধি করা।
আপাতত শুধু বাংলা ইউনিকোড সেটাপ এবং সুন্দর ভাবে দেখানোর টিউটোরিয়াল দিয়ে সাজানো একটি পেজ উন্মুক্ত করা হলো। বাংলা টাইপ শেখানোর একটি ছোটখাট টিউটোরিয়ালও লিখেছিলাম। সেটিকে আরো সমৃদ্ধ করে সহজ ওয়েব ইন্টারফেসে যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কাজটি এমনভাবে করার চেষ্টা করছি যাতে একদম নতুন কোন ব্যবহারকারীকে ধরিয়ে দিলেও দুই দিনের ভেতরেই তিনি নিজের পিসিতে বাংলা সেটাপ করে সঠিক ভাবে ইউনিজয় বাংলায় টাইপ করা শিখে ফেলতে পারেন।
লিংক: http://trivuz.com/bangla/help/setup.php
]]>
f(clean);
-
http://trivuz.com/bangla/?p=5
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
- আপনি বাংলা ভালবাসেন? আপন ভাষায় মনের ভাব নিজের মত করে ব্যক্ত করতে চান? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি সঠিক যায়গাতেই আছেন। ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে এবং ওয়েবে আরো বেশী বেশী বাংলার চর্চা বাড়াতে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে ত্রিভুজ নেটওয়ার্কে সম্প্রতি একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওয়াতায় বাংলা ভাষায় ওয়েব সাইট ও ব্লগ তৈরিতে কারিগরি সহায়তা দেয়ার লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবক দল আভা টীম (আপন ভাষা টীম) তৈরি করছে। আপনি যদি বাংলা ভাষায় ওয়েব সাইট তৈরি বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে থাকেন এবং ত্রিভুজ নেটওয়ার্কের অংশ হয়ে বাংলা ভাষা বিস্তারে অগ্রনী ভূমিকা রাখতে চান, তাহলে আজই যোগাযোগ করুন- trivuz@জিমেইল ডট কম
আভা টীম তৈরি হওয়ার আগ পর্যন্ত বাংলা সাইট তৈরিতে যেকোন ধরনের সহযোগীতা দিতে সবসময় আপনার পাশে ত্রিভুজ নেটওয়ার্ক। প্রয়োজনীয় জনবল ও সময় সুযোগের অভাবে আপাতত এই সুবিধা সীমিত পরিসরে দেয়ার প্রতিশ্রুতি রইলো। বাংলা সাইট/ব্লগ বিষয়ক যেকোন সাহায্যের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করুন- trivuz@জিমেইল ডট কম
ত্রিভুজ নেটওয়ার্কের সর্বশেষ খরাখবর ও বাংলা টুলগুলোর আপডেট জানতে জয়েন করুন- http://groups.google.com/group/trivuz
]]>
f(clean);
-
http://trivuz.com/bangla/?p=4
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
f(clean);
-
- বিভিন্ন সাইটে বাংলা লিখতে করতে গিয়ে অনেকেই বিপদে পড়েন। বিশেষ করে বন্ধুদের পিসি বা সাইবার ক্যাফেতে বসে কাজ করতে গিয়ে। আবার অনেক সাইটে বাংলা লেখার ব্যবস্থা নেই। এরকম যেকোন পরিস্থিতিতে ব্যবহার করার জন্য ত্রিভুজ প্যাড। এটি ব্যবহার করে আপনি যেকোন সাইটে যে কোন স্থান থেকে বাংলা লিখতে পারবেন । হোক তা বন্ধুর বাসায় অথবা কোন সাইবার ক্যাফে !!
এই সংস্করনে হাসিন হায়দারের ইউনিকোড ও ফোনেটিক লেয়াউট এবং মানচুমাহারার (সবুজ কুন্ড) প্রভাত লেআউট (যা হাসিন হায়দারের ফোনেটিক পার্সারের উপরে ভিত্তি করে তৈরি) এবং ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করা হয়েছে যা বিনামূল্যে বিতরনযোগ্য। এটি একটি ওপেন সোর্স বাংলা টাইপিং টুল ।
আপনার যদি নিজের সাইট বা ব্লগ পেজ থেকে থাকে, তাহলে আপনি ইচ্ছে করলে ভিজিটরদের বাংলা লেখার সুবিধা দিতে ত্রিভুজ প্যাড ব্যবহার করতে পারেন । এর জন্য ওয়েব মাস্টারদের ব্লকের কোডটুকু কপি করে আপনার সাইটের সুবিধামত জায়গায় লাগালেই চলবে। (ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা কোড সেটাপ করার পদ্ধতি বিস্তারিত জানতে মেইল করতে পারেন- trivuz@জিমেইল ডট কম।..অথবা অপেক্ষায় থাকুন, পরবর্তী আপডেটের জন্য…)
ত্রিভুজ প্যাড সেটাপ, ব্যবহার ও আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
]]>
f(clean);
-
http://trivuz.com/bangla/?p=3
-
f(clean);
-
]]>
f(clean);
-
ত্রিভুজ নেটওয়ার্কে স্বাগতম। ইন্টারনেটে বাংলা ভাষা নিয়ে কাজ করা ও বাংলাকে আরো সহজে সকলের হাতের নাগালের পৌঁছে দেয়ার লক্ষ্যে ত্রিভুজ নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে।
]]>
f(clean);
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন